সমকাল প্রতিবেদক: প্রচলিত হিন্দু আইনকে বৈষম্যমূলক আখ্যায়িত করে তা সংস্কারে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। তবে এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে রাজধানীতে পাল্টা ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট এবং বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দু আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শুক্রবার (২৬ মে, ২০২৩) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হিন্দু আইন সংস্কার পরিষদ সংবাদ সম্মেলন করে তাদের দাবি তুলে ধরে। দাবিগুলো হচ্ছে– নারী, প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীকে সম্পত্তিতে সমঅধিকার প্রদান, পুরুষের যথেচ্ছ বহুবিবাহের সুযোগ বাতিল, বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের বিধান করা, সন্তানের ওপর পুরুষের মতো নারীরও অভিভাবকত্বের স্বীকৃতি প্রদান, নারীর সন্তান দত্তক নেওয়ার অধিকার ও কন্যাসন্তান দত্তক নেওয়ার অধিকার প্রদান এবং বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. ময়না তালুকদার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলক ঘটক, সহসভাপতি সুভাষ সাহা, পুলিশের সাবেক ডিআইজি ভানুলাল দাস, কোষাধ্যক্ষ পুলক রাহা প্রমুখ। বক্তব্যে ময়না তালুকদার বলেন, হিন্দুপ্রধান ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। সংবিধানে লিঙ্গ পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য না করার অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রকে এ অঙ্গীকার পালন করতে হবে। তাই আমরা রাষ্ট্রের কাছে আবারও দাবি জানাচ্ছি, প্রচলিত হিন্দু আইন সংস্কার করা হোক।
পরিষদ যখন সংবাদ সম্মেলন করছিল তখন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, হিন্দু মহিলা মহাজোট সভাপতি লাকী বাছাড়, নির্বাহী সভাপতি বহ্নিশিখা দাস, প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নির্বাহী সভাপতি মিল্টন বিশ্বাস, হিন্দু যুব মহাজোট সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু, সাধারণ সম্পাদক রনি রাজবংশী প্রমুখ।
একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব হিন্দু ফেডারেশন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরে ঝাড়ু মিছিল ও প্রস্তাবকারীদের কুশপুত্তলিকা দাহ করা হয়। ফেডারেশন সভাপতি বরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব শ্যামল কান্তি নাগ, যুগ্ম মহাসচিব সন্তোষ চন্দ্র দাস, সমীর কুমার সূত্রধর, কেন্দ্রীয় নেতা মানস মণ্ডল, সাগরিকা মণ্ডল প্রমুখ।
ফেসবুক গ্রুপ লিংক: হিন্দু আইন সংস্কার চাই