নারী মানে নিম্নজাত!

ছবির এই ভদ্র মহিলাকে কেমন লাগছে? ‘মহিলা’র সামনে ‘ভদ্র’ শব্দটি জুড়ে দিয়ে আমরা আসলে এনাদের জাতে তোলার চেষ্টা করি। নইলে এদেশে ‘মহিলা’ শব্দ একটি গালি। ‘মাইয়া মানুষ,’ বা ‘মেয়ে মানুষ’ আমাদের সমাজে “নিম্নজাত”। পুরুষকে ‘মাইয়া মানুষ’ বলে ছোট করা যায়। ‘হাতে চুড়ি পরানোর’ কথা বলে ছোট করা যায়। যত প্রকার গালি আছে তার সবই নারীদের শরীর ঘিরে। আর পুরুষাঙ্গ দেখানো হলো বাহাদুরি! এই বাহাদুর জাতিরই একটি বহুকথিত বাক্য হল, “আমাদের ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে।” হিন্দু মুসলমান সবাই একথা বলে। মনে বিশ্বাস করে, ‘মাইয়া মানুষ’ বললে মানুষকে ছোট করা যায়। ভন্ডের দল!
নারীদের সম অধিকার দাবি করায় আমাকে ‘মেয়ে মানুষ’ সাজিয়ে ছোট করার জন্য গতবছর এই ছবিটি ফেসবুকে ছেড়েছিল। যারা নাকি “নারীকে দেবীর সম্মান” দেয়, তাদের এই দৃষ্টিভঙ্গি! ছবিটি আমি সংরক্ষণে রেখেছি; অপমানিত বোধ করিনি। কারণ নারী আমার মা। আমাকে মেয়ে মানুষ সাজালে আমি কি আমার মায়ের সমকক্ষ হব? ওদের ফটোশপ করা ছবিকেই আজ প্রোফাইল পিক বানিয়ে ঘোষণা দিচ্ছি, এই নারীমূর্তিটি সকল হিন্দু মা’য়ের সমঅধিকার আদায় করার আগে নিরব হবে না।
* ফেসবুকে প্রকাশিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ