ধর্মান্তর রোধে কন্যার সমঅধিকার দরকার

ভানুলাল দাস

পিতার সম্পত্তিতে কন্যার স্থায়ী উত্তরাধিকার ধর্মান্তর রোধ করতে সহায়ক হবে।
কৈশোরকাল থেকে কোনো মেয়ের মাইন্ডসেটে যদি থাকে যে, পিতার মৃত্যুর পর সে ১০/২০ লাখ টাকার সম্পত্তির মালিক হবে, বাড়িঘর পাবে, তা হলে কোন বোকা সেই সাধা-লক্ষী পায়ে ঠেলে বিপথগামী হবে; যেখানে তার জানা যে, ধর্মান্তরীত হলে উত্তরাধিকার হারাবে।

কন্যাদের ৯৫% এর বেশী বিয়ে হয়ে যায় পিতা জীবিত থাকতেই। অতএব, ৫% কন্যার ধর্মান্তরের সম্ভাবনা নিশ্চয় ১০০% এর চেয়ে অনেক কম হবে।

বর্তমান প্রচলিত দায়ভাগ আইনে কন্যাদের পিতার সম্পত্তিতে কোনোরকম উত্তরাধিকার না থাকায় বিপথগামী হওয়ার সময় তাদের মাথায় দ্বিতীয় চিন্তা থাকে না। পেছনে ফিরে তাকাতে হয় না। তাকানোর দরকারও পড়ে না, কারণ পেছনে তার বৃহৎ কোনো স্বার্থ পড়ে নেই। কোনো রকম স্বার্থ হারানোর ভয়ও নেই।
অতএব-
@ হিন্দু আইন সংস্কার চাই।
@ কন্যার সম অধিকার চাই।

লেখক: অবসরপ্রাপ্ত উপমহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ

* লেখাটি ফেসবুকে প্রকাশিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ