পুলক ঘটক: বাংলাদেশের হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের বৈধতা নেই। বিবাহ বিচ্ছেদ ছাড়াই হিন্দু পুরুষরা যত ইচ্ছা বিয়ে করতে পারে; কিন্তু হিন্দু নারীদের পুন:বিবাহের অধিকার নেই। কোনো হিন্দু নারীর স্বামী অসৎ ও দুবৃত্ত হলে কিংবা তার সঙ্গে বসবাস না করলেও নিজেকে সেই পুরুষেরই স্ত্রী পরিচয় দিয়ে আজীবন সতীত্বের পরীক্ষা দিয়ে বাঁচতে হবে হিন্দু নারীকে।
দেশের একশ্রেণীর হিন্দু বলছে, নারীরা মানুষ নয়, তারা দেবী। তাদের জন্য কোনো পার্থিব অধিকারের প্রয়োজন নেই। এই ধারণার ভিত্তিতে বাংলাদেশে হিন্দু নারীদের অধিকার বঞ্চিত রাখা হয়েছে এবং এই অধিকারহীনতা বজায় রাখার জন্য প্রাণপণে মরিয়া একটি মহল। এই ভিডিওতে তাদের কথাগুলো এসেছে। ফেসবুক লাইভে তারা যা বলেছেন তা নিয়ে সমাজকে ভাবতে হবে।