নিছক যৌনকর্মী নয়, পিতা হন

পুলক ঘটক

প্রাণীরা যৌনতার মাধ্যমে সন্তান উৎপাদন করে। তারমধ্যে মানুষসহ প্রকৃতিতে আরও অনেক জীব আছে যারা সন্তান উৎপাদনের পর পিতৃ-মাতৃ দায়িত্বও পালন করে। যেসব প্রাণী পিতার দায়িত্ব পালন করেনা সেসব প্রাণী সন্তান জন্মদিলেও বাবা হতে পারে না। সে কারণে প্রকৃতিতে সকল প্রাণীর পরিবার নেই এবং সমাজে পিতৃপরিচয় নেই।

আপনি যখন মানুষ, তাই আপনার দায়িত্ব আছে ও অধিকার আছে। মানুষ বলেই আপনার কর্তব্যবোধ এবং মানুষ হিসেবে মানুষের অধিকার স্বীকার করার প্রশ্ন আসছে। মানুষ বলেই অধিকারের দাবি ওঠে। সেই দাবিকে আপনি যখন অস্বীকার করেন তখন আপনি মানুষ থাকেন না।
আপনি যেহেতু একজন মানবপিতা তাই পিতার হৃদয় এবং পিতার দায়িত্ব বিবেচেনায় রাখতে হবে। পিতা হিসেবে আপনি সন্তানের সমান অধিকার অস্বীকার করতে পারেন না। আপনার মেয়ে সন্তানটি আপনারই সন্তান। সেই সন্তানের প্রতি বৈষম্য করলে আপনি আসলে বাবার জাত নন।

শুধু যৌন লালসা মেটাতে গিয়ে সন্তান উৎপাদন নয়- আসুন আমরা সবাই প্রকৃত বাবা হই। শপথ নিন, আপনি আপনার কন্যা সন্তানকে সমান অধিকার দেবেন। শুধু মেয়ে হওয়ার কারণে তার উপর অবিচার করবেন না। সমান স্নেহ-ভালাবাসা ও সবকিছুর সমান ভাগ দেবেন। ছেলেকে এক গ্লাস দুধ খাওয়ালে মেয়েকে আধা গ্লাস দুধ দেবেন না। সন্তান হিজড়া হলেও তাকে পরিত্যাগ করবেন না; সন্তানের অধিকার দেবেন। কারণ সে তার জন্মের জন্য দায়ি নয়। যে ব্যক্তি জন্ম দেওয়ার জন্য দায়ী, তাকে দায় নিতে হয়। যে ব্যক্তি শুধুই যৌনকর্মের মাধ্যমে সন্তান উৎপাদন করে কিন্তু পিতার দায়িত্ব নেয় না, সে শুধুই একজন যৌনকর্মী; পিতা নয়।

যারা হিন্দু আইনে নারীদের সমান অধিকার প্রদানের বিরোধিতা করছে, তারা আসলে বাবা নয়; তারা একেকজন যৌনকর্মী। যৌনচাহিদায় সন্তান উৎপাদন করা যায়। কিন্তু পিতৃ হৃদয় ছাড়া পিতা হওয়া যায় না।

যারা যৌনলালসায় সন্তান উৎপাদন করে কিন্তু মানবপিতা হয়ে ওঠেনা তারা মানব নন; তারা অন্য প্রাণী। আসুন আমরা সবাই মানুষ হই; অন্য প্রাণী নয়। মানুষই বিবেকবুদ্ধি দিয়ে সভ্য সমাজ রচনা করে। আমরা সবচেয়ে সভ্য ও মানবিক সমাজ বানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ