পুলক ঘটক: সাঈদীর চন্দ্রগমন তার অনুসারীরা বিশ্বাস করে না, কিন্তু বলে। মেয়েদের সমঅধিকার দিলে ভূমিকম্প হবে, “হিন্দুদের ইহকাল পরকাল নষ্ট হবে,” গোবিন্দ প্রামানিকের এই বাণী তার অনুসারীরা বিশ্বাস করে না; কিন্তু বলে। এরা আরও কুৎসিত কথা বলে। মেয়েদের অধিকার দিলে ধর্মান্তরিত হয়ে যাবে, দেশটা বৃহত্তম পতিতালয় হবে –এইসব বলে।
কেন বলে বুঝে দেখুন। মানুষ তার বদউদ্দেশ্য সাধনের জন্য যেসব কল্পিত কথা বলে. তা ধর্ম নয়। মনে রাখবেন, গোলাম আযমের রুহানি পুত্ররা হিন্দু হোক, মুসলমান হোক – জিনিস কিন্তু একই।
[লেখক: সাংবাদিক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ]
⇒লেখকের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, টুইটার অ্যাকাউন্ট
⇒বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের ফেসবুক গ্রুপ