দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দামি ডিভোর্স

দক্ষিণ কোরিয়ার ধনকুবের চে তায়ে-ওনকে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর খোরপোশ বাবদ ১ লাখ ৩৮ হাজার কোটি ওন বা ১০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে দামি ডিভোর্স। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন চে তায়ে-ওন। এ কারণে স্ত্রী রোহ সো-ইয়ংয়ের সঙ্গে ৩৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের প্রায় এক দশক পরে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) খোরপোশ বাবদ এ অর্থ প্রদান করার নির্দেশ দেন সিউল হাইকোর্ট।

জানা গেছে, চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এসকে গ্রুপের চেয়ারম্যান। খোরপোশের অর্থের পাশাপাশি চে’র কোম্পানির শেয়ারও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দিয়েছেন সিউল হাইকোর্ট।

এর আগে ২০২২ সালে পারিবারিক আদালত চেতায়ে-ওনকে ৬ হাজার ৬৫০ কোটি ওন দেওয়ার নির্দেশ দিয়েছিল। এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য রোহ সো-ইয়ংয়ের অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত।

দক্ষিণ কোরীয় মুদ্রায় চে তায়ে-ওনের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কোটি ওন ধরেছে আদালত। বিচ্ছেদ হওয়ায় চে’র সাবেক স্ত্রী এই সম্পদের আনুমানিক ৩৫ শতাংশ পাবেন। রায়ে বলা হয়েছে, রোহ সো-ইয়ং রাজনৈতিক পরিবারের হওয়ায় চে তায়ে-ওনের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছিলেন।

এদিকে চে তায়ে-ওনের আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশ একতরফা। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা।

সকৃতজ্ঞ স্বীকৃতি:।।স্বয়ংক্রিয় পোস্ট সোর্স লিংক।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ