শিব নারায়ন দাশ কেবল দেশের পতাকার সঙ্গেই নয় বরং স্বাধীনতার ধারাবাহিক সংগ্রামের একজন অন্যতম কারিগর। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে অনেকেই যুক্ত থাকলেও যতদিন দেশের পতাকা থাকবে ততদিন শিব নারায়ন দাশ ইতিহাস হয়ে থাকবেন। তিনি কখনোই তার দায়িত্বের প্রতি অবহেলা করেননি। জীবনের শেষ সময় পর্যন্ত দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন।
বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের প্রথম পতাকা আঁকা শিল্পী শিব নারায়ন দাশের স্মরণে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। শিব নারায়ন দাশের পরিবার সভাটির আয়োজন করে।
সভায় বিশিষ্ট আইনজীবী ও শিব নারায়ন দাশের বন্ধু অ্যাড. জেড আই খান পান্না বলেন, ‘তাকে নিয়ে অনেক কথা বলা হয়। এতো মানুষ তখন ছিল তাহলে পতাকা আঁকার জন্য তাকে ডাকার কি দরকার ছিল? তাদের দিয়ে করাতেন। তার মানে এখানে একটা ঘাটতি ছিল। এই ঘাটতি পূরণ করার জন্য তখন একমাত্র বিশ্বস্ত লোক ছিল শিব নারায়ন দাশ। তাকে খোঁজা হয় নাই কুমিল্লায় এমন কোনও হিন্দু বাড়ি ছিল না। সব বাড়িতে হানা দিয়ে তাকে খোঁজা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ষাটের দশকে একটা পোস্টার লাগানোও ছিল তীব্র সাহসের ব্যাপার। শিবু দাকে শুধু আমরা না, পুরো জাতি হারিয়েছে।’
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘শিব নারায়ন দাশ ইতিহাসের অংশ হয়ে গেছেন। তা আর কেউ মুছে ফেলতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে, দেশের পতাকার সঙ্গে তার নাম জড়িয়ে থাকবে। তিনি একজন স্বপ্নবান মানুষ ছিলেন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের দেশ এখন পুতিনের রাশিয়া, উত্তর কোরিয়ার দুঃশাসনের সঙ্গে তুলনা হচ্ছে। লোকেরা বলছে, কলকাতায় গিয়ে আওয়ামী লীগের এমপি বটি কাবাব হয়ে গেছে। যারা পতাকা, দেশ, স্বাধীনতা, স্বাধীনতার চেতনাকে পিষ্ট করেছে তাদের আজ এই অবস্থা।’
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সভাপতি শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘শিবুদা অনেক ছোট বয়স থেকেই সিরাজুল আলম খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ছাত্রলীগের দুই ধারার মধ্যে যারা প্রগতির পক্ষে ছিলেন, তাদের পক্ষে ছিলেন শিব নারায়ন দাশ। তিনি যা বলতেন সেটা মনে প্রাণে ধারণ করতেন।’
শিব নারায়ন দাশের ছেলে অর্ণব আদিত্য দাশ বলেন, ‘আমার বাবা জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছেন। বাবার পতাকা তৈরির ঘটনা, সেই সময়ের রাজনীতি, রাজনৈতিক প্রেক্ষাপট, কারা ছিলেন তার সব কিছুই লিখে গিয়েছেন। বাবা সব সময় বলেছেন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি তা পালন করেছি। মুক্তিযুদ্ধের সময় অন্য সবাই যেমন তাদের পরিবার-পরিজন ফেলে দায়িত্ব পালন করেছিলেন তিনিও তাই করেছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিব নারায়ন দাশের স্ত্রী গীতশ্রী চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।
সকৃতজ্ঞ স্বীকৃতি:।।স্বয়ংক্রিয় পোস্ট ⇨সোর্স লিংক।।