নারীবিরোধী হিন্দুর সঙ্গে তালেবানদের চিন্তা-চেতনায় তফাৎ নেই

বলুন তো, নারীদের সম্পর্কে আইএস, আল কায়েদা অথবা তালেবানের যে ধারণা তার সঙ্গে প্রদীপ বিষ্ণুর বক্তব্যের অমিল কোথায়? তিনি লিখেছেন, “নারী হয়ে জন্ম নিয়েছে ওদেরকে নারীর মত-ই জীবন যাপন করতে হবে –নারী ও পুরুষ কখনোই সম অধিকারের উপযোগী নয়, এটাই স্বাভাবিক ও প্রকৃতির বিধান। সমঅধিকার দিলেও নারীরা তা সংরক্ষণের করার যোগ্যতা রাখে না। ওরা পরগাছা, অন্যের সাপোর্ট ছাড়া ওরা পূর্ণাঙ্গ বিকশিত হতে পরে না।”
তাহলে শেখ হাসিনা, খালেদা জিয়া অথবা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসদের বিষয়ে কি বলা যায়? আমাদের নারীরা যারা রাজনৈতিক নেত্রী হয়েছেন, এমপি-মন্ত্রী হয়েছেন অথবা প্রশাসনের বিভিন্ন শাখায় উর্ধতন দায়িত্ব পালন করছেন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া যায়?
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার যে নারীরা চন্দ্র অভিযানে অবদান রেখেছেন তাদের সম্পর্কে কি বলা যায়? তারা কি পুরুষের মত সমঅধিকারের উপযোগী নয়?
ফেসবুকে প্রদীপ বিষ্ণুর মন্তব্য।
প্রদীপ বিষ্ণু আমাদের এই ফেসবুক গ্রুপে (হিন্দু আইন সংস্কার চাই) ইতর প্রজাতির হিন্দুত্ববাদীদের প্রতিনিধিত্ব করেন। তাদের সঙ্গে তালেবানদের মতাদর্শের কোনো তফাৎ নেই। ওদের সাহস আছে, এদের ভীরুতা আছে –তারতম্য এতটুকুই। মাতদর্শগত দিক থেকে জিনিস একই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ