মিজানুর রহমান
কবি নজরুল ইসলাম দারিদ্র্যের কষাঘাতে তার মেধা ব্যবহারের সুযোগই পাননি। রুটিরুজির ধান্ধায় ধর্মান্ধ জনতার জন্য ফরমায়েসী লিখা লিখেছেন। কবি নজরুল ইসলাম প্রায় ১১৩ টি ইসলামী সঙ্গীত এবং তার প্রায় তিনগুণ ৩১৫ টি হিন্দু কালীভক্তি সঙ্গীত লিখেছেন। এই থেকেই আন্দাজ করা যায় যে তিনি চাহিদামাফিক পণ্য সরবরাহ করতেন। মুসলিমদের থেকে হিন্দুদের চাহিদা বেশি থাকায় তিনি হিন্দুদের দেবী ভজনগীত বেশি লিখেছেন।
কবি নজরুল ইসলামকে চেনা যায় তার সন্তানদের খতনা না করানো নিয়ে তার দৃঢ় অবস্থানের কারণে। সন্তানদের খতনা করাতে অস্বীকৃতি জানানোয় তাকে মুসলিম সমাজ থেকে বহিষ্কার করা হয়। ঘরে ক্ষুধার্ত শিশুসন্তান রেখে নজরুল দ্বারে দ্বারে সাহায্যের হাত পেতেছেন তবুও বাচ্চাদের ক্ষেত্রে নীতির প্রশ্নে আপোষ করেননি।
অসুস্থ, ক্ষুধার্তকবি নজরুল ইসলাম পাওনা টাকা চাইতে দ্বারস্থ হোন তথাকথিত শেরেবাংলা একে ফজলুল হকের কাছে। বন্ধু জুলফিকারকে চিঠিতে কবি নজরুল ইসলাম লিখেন, নবযুগ পত্রিকার সম্পাদনার দায়িত্ব দিয়ে যে সাত হাজার টাকা দেবার কথা ছিলো হক সাহেব সাত-আট মাস ঘুরিয়ে তাকে ‘কিসের টাকা’ বলে ফিরিয়ে দেন। চিঠিতে কবি আরো লিখেন, ‘৭ মাস ধরে হক সাহেবের কাছে গিয়ে ভিখারির মতো ৫/৬ ঘণ্টা বসে থেকে ফিরে এসেছি। কথা বন্ধ হয়ে গিয়েছে। অতি কষ্টে দু একটা কথা বলতে পারি’।
নজরুলের তখন পথে বসার অবস্থা। তখন কবিকে সহায়তা করতে এগিয়ে আসেন ‘হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী হিসেবে’ আখ্যায়িত শ্যামাপ্রসাদ মুখার্জি। মধুপুরে তিনি কবি নজরুল ইসলামকে তার বাড়িটি দিয়ে দেন।
(মুতাসিম ফুয়াদের লেখা-সংযোজন-বিয়োজন)
কবি নজরুল ইসলামের ছেলে বুলবুল মারা গেলে তিনি এক প্রকাশকের কাছে গিয়ে ছেলেকে দাফনের জন্য কাপনের কাপড় কেনার জন্য কিছু টাকা চান, তখন সেই প্রকাশক বলেছিলেন টাকা দিতে পারি কিন্তু এখনই গান লিখে দিতে হবে। চোখের পানি মোঝতে মোঝতে কবি লিখে দিলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে ঝাঁজের ঝড়া ফুলগুলি।
যে কবির জীবন কেটেছে শুধু অভাব অনটনের ভিতর দিয়ে সেই কবি কী করে লিখলেন-
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।
আর এখন যে গোষ্ঠীটা কবি নজরুলকে মুসলিম রেনেসাঁর কবি বলে দাবী করে, কবি নজরুল বেঁচে থাকতে সেই গোষ্ঠীটা কবি নজরুলকে তো কোনো সহযোগিতা করেই নাই উলটো তাকে কাফের উপাধি দিয়ে ফাঁসির দাবিতে কবি নজরুল ইসলামের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছিল।
[লেখক: কবি, ছড়াকার, প্রাবন্ধিক]
⇒হিন্দু আইন সংস্কার পরিষদের ফেসবুক গ্রুপ