পুলক ঘটক
চুড়ান্ত প্রশ্ন: তালেবান ক্ষমতায় গেলে নারী অধিকারহারী হিন্দু পুরুষরা কি করবে?
তার আগের দুই প্রশ্ন:
১. মেয়েদের অধিকার বঞ্চিত করে; আশ্রিত ও পুরুষনির্ভর জনগোষ্ঠী বানিয়ে রেখে গত ৮০০ বছরে হিন্দু পুরুষরা বাংলাদেশে কি রকম সফল হয়েছে?
২. সে যুগে এই ভূখন্ডে হিন্দু ছিল ১০০%, এখন হয়েছে ৮%। হিন্দু নারীদের সম্পত্তি ও কর্তৃত্ব না থাকা অবস্থায় হিন্দুরা সংখ্যায় এবং সম্পদে কমেছে কেন?
তাই প্রশ্ন, তালেবান ক্ষমতায় গেলে এরা নারীর সম্পত্তির অধিকার নিজেদের কবজায় রাখার মাধ্যমে কি রকম কৃতিত্বের স্বাক্ষর রাখবে?
প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে তিনটি প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করবেন:
১. তালেবানের সহযোগী হিন্দুত্ববাদীরা ধর্মনিরপেক্ষতার প্রবল বিরোধী। তারা একই সাথে আওয়ামী লীগ ও কমিউনিস্ট বিরোধী।
২. নারীকে পুরুষের আশ্রিত হিসেবে রাখা তালেবানি আদর্শ।
৩. নারীমুক্তি আন্দোলন হল তালেবান বিরোধী মুখ্য লড়াই।