অনেকে বলে হিন্দুদের মধ্যে ভাই-বোনে মধুর সম্পর্ক: আর মুসলমানদের মধ্যে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি। আমি তো দেখতে পাই উল্টোটা। বাস্তবে মুসলমানদের তুলনায় হিন্দুদের ভাই-বোনের সম্পর্ক বেশি খারাপ।
হিন্দু মেয়েদের বিয়ে হয়ে গেলে পগার পার! মা-বাবা যতদিন বেঁচে আছে ততদিন বাবার বাড়িতে বছরে একদিন যাওয়ার জায়গা থাকে। বাবা মারা গেলে ভাইয়ের বাড়িতে তিন বছরেও একদিন যাওয়ার অবস্থা থাকে না।
কোনো মেয়ের স্বামী খারাপ হলে তার ভাগ্য শোচনীয়। যদি স্বামীহারা হয়, তাহলে তার আরও দুরাবস্থা হয়। তাকে বাপের বাড়ি ফিরতে হলে ভাইয়ের সংসারে কাজের বুয়ার মতো থাকতে হয়।
মুসলমান মেয়েদের নিজের সম্পত্তি থাকায় তাদের এতো অসম্মান ও দুর্দশা হয় না। পৃথিবীতে যার সম্পদ আছে তারই সন্মান আছে।
হিন্দু আইন সংস্কার পরিষদের ফেসবুক গ্রুপ