Gobinda Chandra Pramanik- এর মন্তব্য
Apurba Kumar Samadder সম অধিকার কোথায় আছে? সর্বক্ষেত্রে কোটা? একজন পুরুষ তার নিজের, নিজের স্ত্রীর, নিজের সন্তানের, পিতা মাতার ভরন পোষন, শিক্ষা, বিনোদন ও বাসস্থানের ব্যবস্থা করতে বাধ্য। নারীরা তার স্বামীর, সন্তানের, পিতা মাতার ভরনপোষণসহ কোন কিছুই করতে বাধ্য নন। শুধু তাই নয়, মাসে কোটি টাকা আয় করলেও নিজের ভরনপোষণ শিক্ষা বিনোদন বাসস্থানসহ সকল খরচ স্বামী দিতে বাধ্য। তাহলে সরকার যে বিশেষ সুবিধা দিয়ে নারীদেরকে চাকুরীসহ সর্বক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা কি জন্য?
Apurba Kumar Samadder-আমার মন্তব্য
Gobinda Chandra Pramanik সমঅধিকার নেই বলেই তো সমঅধিকারের প্রশ্ন উঠেছে। কাউকে বেশি, কাউকে কম সুযোগ সুবিধা দেয়াতো সমধিকার হতে পারেনা। প্রত্যেকটি মানুষের অধিকার সমান হওয়া উচিত। আপনি যেমন আপনার বাবার সন্তান, আপনার বোনও আপানার বাবার সন্তান। আপনি যেমন আপানার পরিবার থেকে সুযোগসুবিধা ভোগ করেছেন, আপানর অন্যান্য ভাইবোন ও তদ্রুপ সুযোগসুবিধা পাবে। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। শুধু সম্পত্তি কেন, কোন ভাবেই কাউকে আলাদা করে ভাববার সুযোগ নেই। রাস্ট্রেও তেমনি প্রত্যকটি নাগরিককে সমান সুযোগ সুবিধা দিতে হবে। শুধু পিছিয়ে পরা জনগোষ্ঠী আলাদা সুযোগ সুবিধা পেতে পারে। আইন এমন হওয়া উচিত স্বামী ও স্ত্রী উভয়ই সবার প্রতি সমান দায়িত্ব পালন করতে হবে। পিতার সম্পত্তি সকল সন্তান সমান পেলে বাবামায়ের প্রতি দায়িত্বও সমান ভাবে পালন করতে হবে। কিন্তু কাউকে বঞ্চিত করে কখনই সমধিকার আসা করা যায়না।
কোন জনগোষ্ঠীর অর্ধেকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে, দুর্বল রেখে কখনই সামনের দিকে অগ্রসর হওয়া যায়না। কোন জনগোষ্ঠীকে শক্তিশালী হতেহলে তাদের অবশ্যই আর্থ ও শিক্ষয়া শক্তিশালী হতে হবে।
আরা নারীদেরকে আতুরঘরে বন্দিরেখে তাদের কাছথেকে ভালো কিছু আশা করা বোকামি।
আসুন সবাই মিলে, ভালোমন্দ বিচার করে, হিন্দু নারী তথা হিন্দুদের কল্যাণের জন্য নারীদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করতে সহায়তা করি।