যায় যায় দিন: ইসলাম ধর্মের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাথ পাড়ার অনিক নাথ নামের এক ব্যক্তি।
গত ১৫ মে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ নুর আলকাদেরীর মাধ্যমে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। ইসলাম ধর্মে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া এই চাকুরীজীবি। বর্তমানে তার নাম মোহাম্মদ আবদুর রহমান। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম সেনা পতি নাথ। সদ্য মুসলিম হওয়া মোহাম্মদ আবদুর রহমানের এফিডেভিড সূত্রে জানা যায়, তিনি স্বেচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের বন্ধু – বান্ধবদের বিভিন্ন ধর্মীয় আচরণ যেমন নামাজ, রোজা দেখে ভালো লাগা এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে অলৌকিক পরিবর্তন ঘটে তার। এক সময় শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ নুরীর মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করে এবং রাষ্ট্রীয় ভাবে চট্টগ্রাম জর্জ কোর্টের মাধ্যমে এফিডেভিড করেন।
এ ব্যাপারে মাওলানা আবু ইউসুফ নুরীর সাথে কথা বললে তিনি জানান, আব্দুর রহমান ( বর্তমান নাম ) ইসলাম ধর্ম গ্রহনের ব্যাপারে আগ্রহী হয়ে আমার কাছে আসার পর জানতে চাইলে তিনি জানান,
দেশের কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীতে মুসলিম ধর্মের লোকজন হিন্দু, বৌদ্ধসহ মৃত্যু বরণ করা ব্যাক্তিদের লাশ কাফন-দাফন ও গোসল-জানাযার কাজ দেখে তিনি অনুপ্রানিত হয় এবং মুসলমানদের মৃত্যুর পর লাশ দাফন কাফনের প্রক্রিয়া তাকে বিশেষভাবে আকৃষ্ট করে।
বর্তমানে তিনি অনেক ভাল আছেন বলেও জানান তিনি।
।।স্বয়ংক্রিয় পোস্ট।।সোর্স লিংক।।