সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা

উপজেলা নির্বাচন পূর্বাপর সহিংসতা রোধে

বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বাপর যে কোন প্রকার সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান (পিপিএম)।

এসপির কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সম্পাদক মধুসুধন দাম, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রদীপ বসু সন্তু, সম্প্রীতি জেলা কমিটির সভাপতি এ্যাড: মিলন ব্যানার্জী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক অমিত রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রতন নন্দী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, ধর্মীয় নেতা রতন দাস, স্বপন কুমার বসু, রবীন বিশ্বাস, ডিআই-ওয়ান বাবুল আক্তার প্রমুখ।

পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রতীর উজ্জ্বল দৃষ্টন্ত বাংলাদেশ। কিন্তু কতিপয় ব্যক্তি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বাপর বিচ্ছিন্ন ভাবে কোন কোন স্থানে নিরীহ মানুষদের ভয়ভীতি দেখাচ্ছে, হামলা অত্যাচার করছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। তাই সম্প্রীতি সুরক্ষার স্বার্থে এসব অপরাধীদের অবিলম্ভে আইনের আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধি, সমাজসেবক, ধর্মীয় নেতৃবৃন্দ, জয়ী এবং বিজীতসহ সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। যে কোন সন্ত্রাসী কর্মকান্ডের খবর তাংক্ষনিক পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।

প্রসঙ্গত: বাগেরহাট জেলার ৯ টি উপজেলার মধ্যে প্রথম ও দ্বিতীয় ধামে সদর, কচুয়া, রামপাল, ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে জেলার মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে।

।।স্বয়ংক্রিয় পোস্ট।।সোর্স লিংক।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ