সুরঞ্জিত দাস
আজ শ্যামা পূজা। অনেকের কাছেই আবার এটা কালী পূজা নামে পরিচিত। এ উৎসব কে আবার আমরা দিপাবলী, দেওয়ালি উৎসব ও বলি। আজকের এই আলোর উৎসবে সবাই অন্ধকার দূরীভূত করে সত্যের পথে, ন্যায়ের পথে, আলোর পথে, সংস্কারের পথে এগিয়ে চলবো এই প্রত্যয় এবং প্রার্থনা শ্যামা মায়ের কাছে।
সমাজে আজ পশুশক্তি, অসুর শক্তি, অশুভ শক্তির জয় জয় কার! শুভশক্তি সম্পন্ন মানুষরা সবাই আজ কোনঠাসা, দিকভ্রান্ত । শুভশক্তি সম্পন্ন মানুষ ভালো কিছু করতে চাইলেও প্রতি পদে পদে বাধা! হয়তোবা এটাও শ্যামা মায়ের ই লীলা খেলা! এই অবস্থায় শ্যামা কালীই আমাদের শেষ ভরসা।
যাই হোক সন্তান হিসেবে আমরা তো অবুঝ, আমরা কিছু জানি না, বুঝি না। শ্যামা মাকালীই সর্বজ্যানতা। তিনি লীলাময়ী সর্বশক্তিরুপিনী ঈশ্বরী। তিনি তার সন্তানকে দয়া করে পদতলে নিশ্চয়ই আশ্রয় দিবেন। আমরা তন্ত্র জানিনা, মন্ত্র জানি না, নিয়ম আচার মেনে পূজা ও করতে জানিনা, ভক্তিই আমাদের একমাত্র ভরসা মা।
এই ভক্তির উপর ভরসা করেই শ্যামাকালী মায়ের কাছে প্রার্থনা; মা, তুমি যেহেতু নারীরূপী শ্যামাকালী, এই বাংলায় তোমারই সন্তান (বোবা, কালা, বিকলাঙ্গ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তসহ সকল পুরুষ), (অসহায় স্বামী পরিত্যক্ত নারী, অসহায় বিধবা নারী, অসহায় পিতাহারা কন্যা, ভাই হারা বোন, এক কথায় যাদেরকে আমরা অসহায় নারী বলি) এবং তৃতীয় লিঙ্গের সন্তান (হিজড়া) সহ সমাজের সকল স্তরের মানুষ যেন আমরা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসায় পারিবারিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার এবং রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করে সম্মানের সাথে বাঁচতে পারি । আজ এই দীপাবলি উৎসবের আলোতে তোমার কাছে এই মিনতি করছি।
আজ এই পূজার দিনে আমরা চেষ্টা করব নিয়ম মেনে, আচার মেনে যতদূর সম্ভব মায়ের কাছে আরাধনা করতে। আসুন শ্যামা পূজার প্রারম্ভেই আমরা মায়ের কাছে প্রার্থনাটা মুখস্ত করে ফেলি। যাতে করে ঠাকুরের বা পুরোহিতের মন্ত্র উচ্চারণ বুঝতে সমস্যা হলেও আমরা যেন সঠিকভাবে একাগ্রচিত্তে ধ্যানাবস্থায় অন্তত মন্ত্রটা উচ্চারণ করে মায়ের কাছে শ্রদ্ধা নিবেদন করে অন্তরের অন্তস্থল থেকে প্রার্থনা করতে পারি। দয়াময়ী মা নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন এই বিশ্বাস আমাদের আছে।
ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমহস্তুতে।।
ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিনি
ধর্মারথ মোক্ষদে দেবী নারায়নী নমহস্তুতে ।।
ওম শরণাগত দীনারত পরিত্রানায় পরায়নে
সর্বস্বাতি হরেদেবী নারায়নী নমহস্তুতে।।
জয় নারায়নী নমহস্ততে
জয় নারায়ণি নমহস্তুতে
জয় নারায়ণ নমহস্ততে।।
লেখক: সমাজকর্মী