মায়া হোড়: কাল এক হিন্দু ভদ্রমহিলার সাথে আলাপ হল। পেশাগত প্রয়োজনে আলাপ হয়। শাঁখা,সিঁদুর পরা সধবা হিন্দু নারী।
উনি নিজে থেকেই আমাকে বল্লেন কোর্টে সেপারেশন হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম ভরনপোষণ দেয় না।
ভদ্রমহিলা বল্লেন মাদক নেয়, আরও বদভ্যাস আছে, টাকা কোথায় পাবে।
আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনার চলে কিভাবে?
উত্তর এলো ভাইগ্নার বাসায় থাকি, ঘরের কাজ, ভাইগ্নার বাচ্চা দেখি।
ভদ্রমহিলার একটা পুত্র সন্তানও আছে। আমি বল্লাম, বাপের বাড়ি নাই?
সে প্রত্যুত্তরে বল্ল,বাপ ভাই বিয়াই দিয়া দিছে।
আমি জিজ্ঞেস করলাম শাঁখা,সিঁদুর কেন?
তার উত্তর, স্বামী’র মঙ্গল কামনায়।
ইসস্ পেয়ারকো ম্যা কেয়া নাম দূঁ!