মায়া হোড়: অনেক চাকুরীরতা স্বনির্ভর বাংলাদেশের হিন্দু নারী ভাবে তার নিজের অর্থে কেনা, নিজের সম্পত্তির উত্তরাধিকার তার একমাত্র বা একাধিক মাত্র কন্যা। এই ধারনা সম্পূর্ন ভুল।
কন্যা কিরূপ মালিক হইবে বলতেছি……আপনের মৃত্যুকালে..মাইন্ড ইট… আপনার মৃত্যুর পরপরই আপনার সম্পত্তির উত্তরাধিকার ঠিক হয়ে যাবে…..পরে আপনার কন্যার পুত্র হলেও লাভ নাই….
১. অবিবাহিত মেয়ে (জীবনসত্ব), বিয়ার পরে জীবনসত্ব শেষ।সম্পত্তি যাবে আপনের ভাইয়ের কাছে (পূর্ণসত্ব)
২. বিবাহিতা বন্ধ্যা কন্যা( জীবনসত্ব)। কন্যার কন্যা হলে জীবন সত্ব শেষ। ( সম্পত্তি যাবে আপনের ভাইয়ের কাছে)
৩. বিবাহিতা পুত্রবতী কন্যাও জীবন সত্ব। সম্পত্তির মালিক আপনের নাতী।
৪. আপনের কন্যাবতী কন্যা কোন উত্তরাধিকার পাবে না।
এখন আমার প্রশ্ন হইল, এই জীবনসত্বের সম্পত্তি কন্যা বেচতে পারবে কী না।