মেয়েরা মুক্তি পেতে শিখেছে

কৃষ্ণা গোলাপ: উগ্র মৌলবাদী ধর্মান্ধরা নারীকে মানুষের শত্রু হিসাবে মনে করে! যত সমস্যার মুল হলো নারী! এই ধারনা নিয়েই তাদের মনস্তত্ত্ব গড়ে তোলে, কিন্তু তারা ভুলে যায় নারীর পেটেই ওদের জন্ম। নারীর স্তন খেয়েই, নারীর আদর যত্নে বড় হয়েছে, আবার নারীকেই বিয়ে করছে।
আবার সেই নারীকেই ওরা বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। ধর্মান্ধদের আমার অদ্ভুত লাগে, মনে হয় যেন এরা নারীদের পিছনে সদাসর্বদা লেগে থাকে। ওদের চিন্তার জায়গাটা তাই সত্যের অনেক দূরে থাকে।
মেয়েরা চাকরি শুরু করার পর ডিভোর্স বেড়ে যায়নি বরং মেয়েরা চাকরি শুরু করার কারণে সংসারে তাদের অত্যাচার বা শোষনের জন্য প্রতিবাদ করতে শিখেছে আর এর থেকে নিজেকে মুক্তি দিতে শিখেছে..! আর এইটা কিছু মানুষের অপছন্দ এই জন্য সব দোষ চাকরি..! কিন্তু হ্যাঁ সবাই এক না বা একই রকম ঘটনার স্বীকার হয়না..!
আমি মনে করি অসহায় থেকে টক্সিক সম্পর্ক জিইয়ে না রেখে সাবলম্বী হয়ে ছেড়ে যাওয়াই ভালো। অন্তত শান্তিতে থাকা যায় বাকীটা জীবন। আমার ধারণা আমি প্রকাশ করলাম। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

*ফেসবুকে প্রকাশিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

বাছাইকৃত

বিশেষ নিবন্ধ