নরনারী ডট কম বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের নিজস্ব ব্লগসাইট তথা প্রচার কেন্দ্র। লিঙ্গবৈষম্যের অবসান ঘটানো আমাদের মূল অঙ্গিকার। নরনারীর যাপিত জীবন, বাংলাদেশের বিভিন্ন প্রকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি, সমস্যা, সংকট, নারী ও লিঙ্গবৈচিত্র্য়ময় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি হিন্দু আইন সংস্কার প্রসঙ্গে এখানে গল্প, সমালোচনা, নিবন্ধ, কলাম ও মতামত পোস্ট করা হবে। বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বিভিন্ন বিষয়ে এখানে স্বাধীনভাবে মতামত পোস্ট করা যাবে।
এই ওয়েবসাইট নিজস্ব সূত্রে কোনো সংবাদ প্রকাশ করবে না। তবে দেশী ও বিদেশী বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হিন্দু আইন সংস্কার সংক্রান্ত সংবাদ, নারী ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত সংবাদ, বিভিন্ন দেশের আইন সংক্রান্ত সংবাদ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনঘনিষ্ট সংবাদ এবং বাঙালি জাতিয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতার সঙ্গে সম্পৃক্ত কিছু বাছাইকৃত সংবাদ (সংশ্লিষ্ট মিডিয়ার কপিরাইট ও কৃতিত্বের সকৃতজ্ঞ স্বীকৃতিসহ) কল্যাণমূলক উদ্দেশ্যে এই ব্লগসাইটে সংরক্ষণ করা হবে।
আমাদের এই ব্লগসাইটের নিবন্ধিত লেখক ও পাঠক হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। আমাদের ফেসবুক গ্রুপ: ‘হিন্দু আইন সংস্কার চাই’।